দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, কয়েক হাজার ছাত্রের রায় আর ৬৮ হাজার গ্রামের মানুষের রায় এক নয়।সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষিত হলেই সবাই দেখতে পাবে-দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা পৌরসভার হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পদযাত্রা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান সরদার। দুলু বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি জেল-জুলুম,...