কক্সবাজারে আয়োজিত ‘ডিসি (জেলা প্রশাসক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল ম্যাচ দর্শকের তাণ্ডবে ভেস্তে গেছে। ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও ছোটাছুটিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে স্টেডিয়ামের মূল ভবন, গ্যালোরি, প্রেস বক্স ও মাঠের নানা স্থাপনা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।টুর্নামেন্টটি শুরু হয়েছিল ১ সেপ্টেম্বর। ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল রামু ও টেকনাফ উপজেলা একাদশের। বিকাল ৩টায় খেলা শুরুর কথা থাকলেও বেলা আড়াইটার দিকে মাঠেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আয়োজকরা।সকাল থেকেই টিকিটের জন্য দর্শকের উপচেপড়া ভিড় জমে। নির্ধারিত মূল্য ছিল ৫০ টাকা, কিন্তু চাহিদা বাড়তে থাকায় একেকটি টিকিট ২০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।দর্শকদের অভিযোগ, ধারণক্ষমতা পাঁচ হাজার হলেও আয়োজক কমিটি প্রায় ৩০ হাজার টিকিট...