লিটন কুমার দাস চেয়েছিলেন স্মার্ট ক্রিকেট খেলতে। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে তারা স্মার্ট ক্রিকেট খেলতে পেরছেন কিনা, তা নিয়ে ভিন্নমত থাকতে পারে। প্রতিপক্ষ বিবেচনায় লিটনরা হয়তো মন ভরানো পারফরম্যান্স করতে পারেননি, তবে জয়ের দিক থেকে দেখা হলে খারাপ খেলেনি বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে এশিয়া কাপ। লিটনের হাফ সেঞ্চুরিতে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে ম্যাচ। হংকংয়ের বিপক্ষে জিতেও গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বাংলাদেশ। ১১ বছর আগে এই হংকংয়ের বিপক্ষে টি২০ বিশ্বকাপ ম্যাচ হেরেছিলেন সাকিব আল হাসানরা। সে বিবেচনায় লিটনরা ফাঁড়া কাটালেন এশিয়া কাপে। হংকংয়ের কাছ থেকে ১৪৪ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। ওই টার্গেটে পৌঁছাতে বেগ পেতে হয়নি। ২৪ রানে ওপেনিং জুটি ভাঙলেও কন্ডিশন মাথায় রেখে ব্যাটিং করে টাইগাররা। পারভেজ হোসেন ইমন ১৪ বলে ১৯ রান করে...