নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থন্বেষী গোষ্ঠী এবং স্বৈরাচারের দোসর তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুরের উপজেলা, পৌর বিএনপি ও গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।জাহিদ হোসেন বলেন, আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচনে যদি আপনি জিততে চান তাহলে আপনার কর্মী বাহিনী দরকার। কোনো অবস্থাতেই ভাববার কারণ নেই, স্বৈরাচারের দোসর পালিয়ে গিয়েছে। স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচারের দোসর আপনার আমার...