আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও নির্বাচনের সময়সূচি পিছিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, 'দল থাকলে মতপার্থক্য থাকবেই। না হলে ভিন্নদল কেন হবে? আপনি যদি আমার মতোই হন তাহলে তো আমার দলে আসবেন। তাই রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকাটা স্বাভাবিক। কিন্তু আমরা আবারও স্পষ্ট...