সব জল্পনার অবসান ঘটিয়ে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিই নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধান হলেন। আজ শুক্রবার সন্ধ্যার পর তিনি অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে শপথ নেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। এর মধ্য দিয়ে এই প্রথম কোনো নারী সরকারপ্রধান পেল নেপাল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজ নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং আন্দোলনকারীদের মধ্যে আলোচনার পর কার্কিকে নিয়োগের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। ‘জেন জি’ নামে পরিচিত প্রধানত তরুণ আন্দোলনকারীদের দুর্নীতিবিরোধী বিক্ষোভে এই সপ্তাহে ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছিল। পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর জেরে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করার পর সহিংসতা কমতে শুরু করে।এবার...