নিহতের মা হাজেরা খাতুন বলেন, ‘একটা জায়গা নিয়ে অনেক দিন ধরেই গণ্ডগোল চলতেছিল। ওই কারণেই আমার পোলাডারে মাইরা ফালাইছে। আমার পোলার কোনো দোষ ছিল না। আমারে কষ্টের সাগরে ভাসায়ে চলে গেল। সামান্য একটু প্রতিবাদ করায় দিনের আলোত সবার সামনে আমার পোলাডারে মাইরা ফালাইলো। এমন ঘটনা যেন কোনো অসহায় মায়ের সঙ্গে আর না ঘটে। যারা আমার পোলা আক্তারকে মাইরা ফালইছে, আমি তাদের বিচার চাই।’নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা...