ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এর ভূমিধস বিজয় নির্বাচনের আগে পরিচালিত একাধিক প্রাক-নির্বাচনী জরিপের ফলাফলের সঙ্গে মিলে গেছে। বেশিরভাগ জরিপেই এই জোটের প্রার্থীদের এগিয়ে থাকতে দেখা গিয়েছিল এবং নির্বাচনের চূড়ান্ত ফলও সেই চিত্রই নিশ্চিত করেছে। নির্বাচনে কেন্দ্রীয় ২৮টি পদের মধ্যে ২৩টিতেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জয়লাভ করে। তাদের প্রার্থীরা জরিপে পাওয়া সমর্থনের চেয়েও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গত ১০ সেপ্টেম্বর ঘোষিত ফলাফল অনুযায়ী, এই প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম মোট ভোটের ৪৭ শতাংশ, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস. এম. ফরহাদ ৩৬ শতাংশ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান ৪১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের আগে চারটি প্রধান জরিপে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের জয়লাভের এমন ইঙ্গিতই দেওয়া হয়েছিল।জরিপগুলোর...