জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা নিরবচ্ছিন্নভাবে চলবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাবি প্রক্টর ও জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর ভোট গণনা চলমান রয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনা করা হচ্ছে। ইতোমধ্যে ২১টি হল সংসদের মধ্যে ১৯টি হলের ভোট গণনা শেষ হয়েছে। অবশিষ্ট ২টি হল সংসদের ভোট গণনা কার্যক্রম এখনও চলছে। এছাড়াও, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ভোট গণনা অব্যাহত রয়েছে এবং এই গণনা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে...