নেপালে সরকার শূন্যতা কাটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে তার নিয়োগের ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সময় রাত ৯টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং বিক্ষোভরত তরুণদের প্রতিনিধি দল আলোচনার পর সবার সম্মতিতে কার্কির নাম চূড়ান্ত হয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর বিক্ষোভকারীদের একটি অংশ তার নাম প্রস্তাব করেছিল। এএফপি জানায়, কয়েক সপ্তাহ ধরে চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। ২০০৮ সালের মাওবাদী যুদ্ধ শেষ হওয়ার পর এটিই নেপালের সবচেয়ে ভয়াবহ সংকট হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও তরুণদের বেকারত্বই...