নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটা নির্দিষ্ট উপমহাদেশীয় অনুভূতি ছিল, যা নিউ ইয়র্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা প্রদর্শনের জন্য তৈরি একটি অস্থায়ী ভেন্যু। উপলক্ষ্যটি ছিল ২০২৪ সালের ৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ভারত ও পাকিস্তানের নায়করা মুখোমুখি হয়েছিল। ৩৪ হাজার দর্শকের প্রায় প্রতিটি আসনই ভর্তি ছিল, ঢোলের সুর এবং পতাকা উত্তোলনের আধিপত্য ছিল- যা লং আইল্যান্ডে একটি খেলা বলে বিশ্বাস করা কঠিন করে তুলেছিল। খবর হিন্দুস্তান টাইমসের। প্রায় সাড়ে আট মাস পরে, দুই দল আবার মুখোমুখি হয় গত ২৩ ফেব্রুয়ারি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (DICS) ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অনুমান করা যায়, সাড়া ছিল অপ্রতিরোধ্য। টিকিট বিক্রি শুরু হওয়ার চার মিনিটের মধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে যায়, বিশেষ করে ভারত থেকে আসা ভক্তরা দুবাইয়ের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন।...