যশোর জেলা ডিবি পুলিশকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল ইসলাম। ডিবি পুলিশের একটি অভিযানে গোপালগঞ্জ থেকে ৭টি দামি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে আটক করায় জেলা পুলিশ সুপার রওনক জানানের মাধ্যমে ওই ধন্যবাদ জানান। শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং এ কথা জানান পুলিশ সুপার। আটক চারজন হলো,গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনাঘাট চর ভাটপাড়া শংকরপাশা গ্রামের জাকির হোসেনের ছেলে তামিম খান (২১), গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুড় গ্রামের মৃত আলমগীর শেখের ছেলে মুরসালিন (২১), এনামুল শিকদারের ছেলে আজিম শিকদার (২১) এবং কাশিয়ানীর বাট্রাইধোবা গ্রামের মিজানুর রহমানে ছেলে হাসানুর রহমান (২২)। তিনি জানিয়েছেন, চলতি বছরের ৯ জুলাই আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের প্রধান শহিদুল ইসলাম শহিদকে (৪২) যশোর শহরের পালবাড়ি ভাষ্কর্যের মোড় থেকে আটক করে ডিবি পুলিশ। এরপর...