চট্টগ্রামে ‘জায়গা নিয়ে বিরোধ’ থেকে তর্কাতর্কির একপর্যায়ে চাচাত ভাইয়ের কোদালের আঘাতে এক ব্যক্তির প্রাণ গেছে। শুক্রবার দুপুরে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ঘাটিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শাহ আলমের (৫২) বাড়ি ঘাটিয়া পাড়ায়। আধুনগর বাজারে তার লেপ-তোষকের দোকান রয়েছে। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, “শাহ আলমের সঙ্গে বেশকিছু দিন ধরে তার চাচাত ভাই শাহ নেওয়াজের জায়গা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার শাহ নেওয়াজ পারিবারিক সড়কে কিছু নির্মাণসামগ্রী এনে রাখেন। “এ নিয়ে দুপুরে দুজনের কথাকাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহ নেওয়াজ কোদাল দিয়ে...