অব্যবস্থাপনায় প্রশ্নবিদ্ধ জাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন। তিনি বিভিন্ন অভিযোগের সুরাহা না করে ভোট গণনা চালিয়ে যাওয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার টিটো শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, “লেভেল প্ল্যায়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি, নির্বাচনে সেটি ছিল না। বিভিন্ন অনিয়ম হয়েছে, অভিযোগ উঠেছে। অথচ এসব অভিযোগের সুরাহা না করেই ভোট গণনা চালিয়ে যাওয়া হয়েছে।” নির্বাচন সংক্রান্ত অনিয়ম ও ত্রুটির বিরুদ্ধে সরব হওয়ায় তাকে নানাভাবে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।শুক্রবার রাত পৌনে নয়টায় সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন অধ্যাপক মাফরুহী সাত্তার। মাফরুহী সাত্তার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম...