সৌদি আরবে প্রথমবারের মতো ২৪ ঘণ্টা অর্থাৎ সারাদিন শুধু নারীদের খেলা দেখানোর জন্য একটি টেলিভিশন চ্যানেল চালু করতে যাচ্ছে দেশটির অল উইমেনস স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির ফুটবল ফেডারেশন ও জাতীয় সম্প্রচারক সৌদি স্পোর্টস কোম্পানির সহযোগিতায় এই চ্যানেলটি সম্প্রচার শুরু করবে। এই চ্যানেল উদ্বোধন করা হচ্ছে সৌদি নারী প্রিমিয়ার লিগ মৌসুমের সূচনার সঙ্গে সমন্বয় রেখে। প্রথমবারের মতো এ মৌসুম স্থানীয়ভাবে ও আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রচারিত হবে। অস্কারজয়ী অভিনেত্রী ও কৌতুকশিল্পী হুপী গোল্ডবার্গসহ অন্যান্যদের সহ-প্রতিষ্ঠায় গত বছর চালু হয় এডব্লিউএসএন, যা বিশ্বের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে একান্তভাবে নারী ক্রীড়া প্রদর্শনে নিবেদিত। এডব্লিউএসএনের মুখপাত্র জানিয়েছেন, নতুন চ্যানেলটির নাম হবে ‘এসএসসি এডব্লিউএসএন’, যা শুক্রবার থেকে এমবিসি শহীদ স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবের দর্শকদের জন্য উন্মুক্ত হবে। অনেক বছর ধরে সৌদি আরবে নারীরা...