নানা প্রকার মুখরোচক খাবারের সমাহার নিয়ে স্ট্রিট ফুড ফেস্টিভাল আয়োজন করেছে রূপায়ণ সিটি উত্তরা। ছুটির দিনে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে চমৎকার মুহূর্ত কাটানোর পাশাপাশি আয়োজন ছিল নানাবিদ খাবারের। এর মধ্যে রয়েছে ফুচকা, ঝালমুড়ি, পিঠা, জিলাপি, আইসক্রিম, ফলের সালাদ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, মিনি বার্গার, কেক, পেস্ট্রি ইত্যাদি। উৎসবটি আজ শুক্রবার ও আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে রূপায়ণ সিটি উত্তরার, ম্যাজেস্টিক পেরিফেরাল রোডে। শুক্রবার দিনব্যাপী ছোট-বড় সবাই অংশগ্রহণ করেছেন এই উৎসবে। কেউ চেখেছেন লেবু, পুদিনা, আদা, মালটা, তেঁতুল, কফি ও মসলা চায়ের ভিন্ন ভিন্ন স্বাদ, কেউ ছবি তুলে ধরে রেখেছেন আনন্দময় মুহূর্তগুলো। মেলার একজন স্টলের উদ্যোক্তা বলেন, ‘আসলে গতবারের আয়োজনে অংশগ্রহণ করে এখানকার সবুজ খোলামেলা পরিবেশ, পরিচ্ছন্নতা সর্বোপরি একটা সুন্দর ও সমমনা মানুষের কমিউনিটি দেখে ভাল...