আবদুল গাফ্ফার, আশরাফ উদ্দীন আহমেদ চুন্নু ও শেখ মোহাম্মদ আসলাম- দেশের ফুটবলের তিন কিংবদন্তির একসঙ্গে সাক্ষাত পাওয়া গেল হঠাৎই। ফুটবলের এ তিন প্রিয় মুখ এক হয়েছেন ফুটবলের স্বার্থেই। ঢাকা ক্লাব লিমিটেডের ১১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্লাবটির স্পোর্টস গ্রাউন্ডে আয়োজন করা হয়েছে ফাইভ-এ সাইড ফুটসাল টুর্নামেন্টের। শুক্রবার দুদিন ব্যাপী টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে এক হয়েছিলেন এ কিংবদন্তিরা। আয়োজনটির পরিকল্পনাও আবদুল গাফফারের মস্তিষ্কপ্রসূত। দেশ রূপান্তরকে তিনি জানান, ‘তরুণ প্রজন্মের অনেকেই ঢাকা ক্লাবের সদস্য হয়েছেন। আমি চাচ্ছি তাদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে। নতুন এই মাঠে যদি তারা খেলাধুলা করে তাহলেও মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে এবং অন্যান্য অপকর্ম থেকে তারা বিরত থাকবে। এই চিন্তা থেকেই এই টুর্নামেন্টটি করা হয়েছে। এবং এটি অব্যাহত থাকবে। আগামী দিনে ঢাকা শহরসহ সারা বাংলাদেশে যেসব ক্লাব আছে, তাদের...