জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের নিচে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে মাফরুহি সাত্তার বলেন, জাকসু নির্বাচন নানাবিধ অনিয়মের কারণেই আমি আমার দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। নির্বাচন কমিশনকে আমি আজকে মিটিংয়ে বসতে বাধ্য করলেও আমার অনুপস্থিতিতে তারা আবার ভোটগণনা শুরু করে। একই ভাবে বিভিন্ন সময়ে তারা আমার মতামতকে উপেক্ষা করেছে। নির্বাচনে অনিয়মের দায় আপনি নিবেন কি না এমন প্রশ্নে...