১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার কিশলয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র, পৌরসভাধীন ০১ নং ওয়ার্ডের মধ্যম পাড়া, বাঘাইছড়ি ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড (পূর্ব লাইল্যাঘোনা) সহ বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান এর উপস্থিতিতে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানান, "কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন জায়গায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলা প্রশাসক, রাঙ্গামাটি পার্বত্য জেলা...