১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের পুরনো সংবিধানে শ্রমিকদের অধিকার, জানতার অধিকার নিশ্চিত করা হয়নি। ওই সংবিধান মানুষকে মুক্তি দিতে পারেনি। সরকার ও রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান—শ্রমিকের অধিকারের কথা, জনতার অধিকারের কথা থাকে এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এই সংবিধানে মানুষের কথা, শ্রমিকদের কথা পরিষ্কারভাবে সুরক্ষিত করতে হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা এলাকায় চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে পরিবহন, গার্মেন্টস, হকারসহ সব শ্রমজীবী মেহনতি মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। আখতার হোসেন বলেন, ‘২৪-এর অভ্যুত্থানের পরেও শ্রমিকের অধিকার নিশ্চিত করা যায়নি। শ্রম সুপারিশ কমিটি গঠন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি।...