বেশ আশা-প্রত্যাশা নিয়েই এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ দল। যাওয়ার আগে ও টুর্নামেন্টের ক্যাপ্টেন মিটস অনুষ্ঠানেও শিরোপা জয়ের কথা বলেছেন অধিনায়ক লিটন দাস। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলীও জানিয়েছেন, সেই লক্ষ্যে দলের সবাই বেশ দৃঢ়। যদিও বাস্তবতা ভিন্ন। টুর্নামেন্ট শুরুর আগে তো ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন বলেন, বাংলাদেশকে গোনায়ই ধরেন না তিনি। বাংলাদেশকে নিয়ে কী বলবেন সেটাই খুঁজে পান না সাবেক ভারতীয় এই ক্রিকেটার। এবার অশ্বিনের কথার জবাবে, টাইগার পেসার তানজিম সাকিবও অশ্বিনের কথাকে গোনায় ধরলেন না। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন তানজিম। সেখানে তার কাছে অশ্বিনের সেই বক্তব্য নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে তানজিম বললেন, যার যা ইচ্ছা বলতে পারেন। অশ্বিনের কথার জবাবে পাত্তা না দেওয়ার ভঙ্গিতে তানজিম বলেন, ‘আপনি...