আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এখন লিটন দাসের দখলে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহর ৭৭টি ছক্কার রেকর্ড ভেঙে তিনি এই নতুন রেকর্ড গড়েন। গত বৃহস্পতিবার আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে তিনি ৫৯ রানের ইনিংস খেলার সময় এই রেকর্ডটি করেন। ম্যাচে জয়ের জন্য মাত্র ২০ রান বাকি থাকতে এবং ব্যক্তিগত ৪২ রানে থাকার সময় লিটন তার প্রথম বড় শটটি মারেন। ইয়াসিন মুর্তজার বলে মিড উইকেট দিয়ে স্লগ সুইপে মারা সেই শটটি ছক্কায় পরিণত হলে তিনি মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে নিজের নামের পাশে ৭৮টি ছক্কা নিয়ে আসেন। উল্লেখ্য, মাহমুদউল্লাহর চেয়ে ২১ ইনিংস কম খেলেই লিটন এই রেকর্ডটি করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার মাধ্যমে লিটন এই ফরম্যাটে দেশের হয়ে নিজের অর্জনকে আরও সমৃদ্ধ করেছেন। এর আগে...