বরিশাল:বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড। মোহাম্মদ তৌফিক আলম উপস্থিত হলে তিনিও আহত হন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১২ ব্যাচের একদল শিক্ষার্থী নবনির্মিত বিটাক ভবনের মাঠে মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের এক সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডায় জড়ায়। এসময় ১২ ব্যাচের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের ওই সিনিয়র শিক্ষার্থীকে ক্ষমা চাইতে বাধ্য করে। সেই শিক্ষার্থী বিষয়টি তাদের ব্যাচের গ্রুপে জানালে তার কয়েকজন সহপাঠী বিষয়টি জানতে মাঠে আসেন, তখন তাদেরও মারধর করা হয়। ঘটনাস্থলে মার্কেটিং বিভাগের...