পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার ও জাতীয় পার্টির (জাপা) উপজেলা সভাপতি আল আমিন খানসহ প্রায় ৫০ জন বাংলাদেশ জামায়াত ইসলামে যোগদান করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা যোগদান করেন। জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ইস্রাফিল হাওলাদার বলেন, ‘‘একজন মুসলমান হিসেবে সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম কায়েম হোক। বিএনপি ইসলামী আদর্শে পরিচালিত নয়, তাই জামায়াতে যোগ দিয়েছি।’’ এর আগে, গত ৯ মে জামায়াতের এক কর্মীর দোকানে খালেদা জিয়া ও জিয়াউর রহমান...