‘বাসর ঘরে বিড়াল মারা’ নামক প্রবাদ শুনে অভ্যস্ত আমরা। সংসারের সুখের জন্য মানুষ কত কিছুই না করে।নানান শর্তে জুড়ে দেয় স্ত্রী অথবা স্বামী। তেমনি এক সুখের নীড় তৈরি করতে বাসর রাতেই শান্তি চুক্তি করতে চায় স্ত্রী। এমন অদ্ভুত ধরনের গল্পে সংলাপ ও চিত্রনাট্য করেছেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল। আর পরিচালনা করেছেন নির্মাতা মো. ফাহাদ। গল্পে দেখা যায়, স্বামী খুশিমনে বাসর ঘরে ঢুকে পাগড়ি রেখে স্ত্রীর পাশে গিয়ে বসে হাত ধরতেই স্ত্রী স্বামীর হাতে ৩০০ টাকার স্ট্যাম্প এবং একগাদা শর্তাবলীসহ চুক্তিপত্র সামনে তুলে ধরে। বিয়ের পর সংসারের কে কোন দায়িত্ব পালন করবে তা সেখানে লেখা। প্রথম দিকে স্বামী তার চুক্তি মোতাবেক কাজ করলেও ধীরে ধীরে শর্ত ভঙ্গ হতে থাকে। এ নিয়ে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। এতে বিয়ের শান্তি চুক্তি...