বাউল সাধকেরা যে সম্প্রীতি-সৌহার্দ্যের সমাজ গড়েছিলেন, তা এখন বিলুপ্তপ্রায় বলে মন্তব্য করেছেন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী। তিনি বলেছেন, “বিদ্বেষ, সাম্প্রদায়িকতা ও আত্মকেন্দ্রিকতা যখন সমাজে সম্প্রীতির বাঁধনকে আলাদা করে দেয়, যখন সমাজে বিভক্তি বাড়তে থাকে, যখন সহিষ্ণু সমাজটি অসহিষ্ণু হয়ে পড়ে, তখন শাহ আবদুল করিমকে বারবার স্মরণ করতে হবে।” ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর প্রয়াত হন প্রায় দেড় হাজারের মতো গানের স্রষ্টা প্রয়াত লোকসাধক শাহ আবদুল করিম। তাকে স্মরণ করে শুক্রবার সন্ধ্যায় ‘শ্রোতার আসর’ আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। শুরুতেই আয়োজনটির তাৎপর্য নিয়ে বক্তব্য দেন সারওয়ার আলী। তিনি বলেন, “ছায়ানট প্রতিষ্ঠাকাল থেকেই সচেষ্ট ছিল আবহমান যে বাংলা গান, তার আগ্রহী শ্রোতা সৃষ্টি করতে। ছায়ানট প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই ‘শ্রোতার আসর’ আয়োজন করে আসছে। এখন প্রতি দুই মাসে একবার এ আয়োজন করা হয়।...