নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের নজর কেড়েছে দুই শেয়ার—খান ব্রাদার্স ও ওরিয়ন ইনফিউশন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অস্বাভাবিক দরবৃদ্ধি এবং আকাশছোঁয়া প্রাইস-আর্নিংস (পিই) রেশিওর কারণে শেয়ার দুটি আলোচনায় এসেছে। এরই মধ্যে সাপ্তাহিক ভলিউম লিডারের শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে এই দুই শেয়ার। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, এই উত্থান মূলত কারসাজির ফল, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। খান ব্রাদার্সের সর্বশেষ শেয়ার দর দাঁড়িয়েছে ১৫৩ টাকা এবং এর পিই রেশিও ৭৬৫—যা বাজারে স্বাভাবিক ধারা থেকে অনেক দূরে। অন্যদিকে ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ৫০৯ টাকা ৪০ পয়সা হলেও এর পিই রেশিও ২৭২.৮৯, যা আয়ের তুলনায় একেবারেই অস্বাভাবিক। বাজারসংশ্লিষ্টরা বলছেন, এত উচ্চ পিই রেশিও বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত, কারণ তা শেয়ারের প্রকৃত মুনাফার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। গত সপ্তাহে খান ব্রাদার্সের শেয়ার দর বেড়েছে...