১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম দুর্বৃত্তদের ছুরিকাঘাতে উত্তরা ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ আকরাম হোসেন আকিব গুরুতর আহত হয়েছে।আকিব গ্রীন ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র। জানা যায়, ১০ সেপ্টেম্বর রাত ১০.৫০ মিনিটের সময় উত্তরা ৭ নং সেক্টর ১ নং রোডের টেস্টি ট্রিট বেকারিতে জন্মদিনের কেক কিনতে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় তারা তার বুকের উপর ধারালো ছুরি দিয়ে ফার মারে। এতে তার বুকের চামড়া ও মাংস কেটে গেলে রক্তক্ষরণে সে গুরুতর আহত। আকিবের ডাক চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পথচারীদের সহায়তায় তাকে রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় নজরদারিতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পথচারীরা বলেন, প্রকাশ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর নির্মম হামলা মেনে নেয়া যায়...