১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম শেরাটন ঢাকা আয়োজন করল দেশের প্রথম ওয়েডিং ওপেন ডে, একটি অনন্য আয়োজন যেখানে নবদম্পতিরা জানতে পেরেছেন কিভাবে তাদের স্বপ্নের বিয়ে বাস্তবে রূপ নিতে পারে। ওয়েডিং ওপেন ডে অনুষ্ঠিত হয় শুক্রবার, ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বনানীতে অবস্থিত শেরাটন ঢাকার ১২ তলায় গ্র্যান্ড বলরুমে। এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং ব্র্যান্ডগুলো শেরাটন ঢাকার স্বাক্ষর ক্যাম্পেইন “Nikah by Sheraton Dhaka”-এর সাথে যুক্ত হয়ে নিজেদের সেবা উপস্থাপন করেছে। আয়োজনে আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং নিয়ে যাওয়া হয় শেরাটন ঢাকার বিলাসবহুল গ্র্যান্ড বলরুমে। বলরুমটি সজ্জিত ছিল বাস্তবধর্মী বিয়ের থিমে, যেখানে নবদম্পতিরা একান্ত পরামর্শ সেশনে অংশ নিয়ে শেরাটন ঢাকার Managers of Romance-এর কাছ থেকে ভেন্যু নির্বাচন, বিশেষায়িত মেনু এবং...