বাংলাদেশ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস। পত্রিকাটির নতুন ডকুমেন্টারিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে (২০০৯-২০২৩) প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত “Bangladesh’s Missing Billions: Stolen in Plain Sight” শিরোনামের এই অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে আন্দোলনকারী, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন— কীভাবে এত বিপুল অর্থ পাচার হলো এবং তা আদৌ ফেরত আনা সম্ভব হবে কি না। ডকুমেন্টারিতে বলা হয়, ২০২৪ সালের মাঝামাঝি শেখ হাসিনা সরকার বিতর্কিত কোটা সংস্কার প্রস্তাব আনে। আওয়ামী লীগ নেতাদের আত্মীয়স্বজনকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে ছাত্রসমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। শুরু হয় দেশব্যাপী বিক্ষোভ, যার কেন্দ্রবিন্দুতে ছিল ছাত্র ও সাধারণ মানুষ। প্রথম দিকে পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষ না...