নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় তিনি শপথ নেবেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, জেন-জি বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌদেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে ঐকমত্যের পর এ সিদ্ধান্ত হয়। প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌদেলের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল জানান, শুক্রবার সকাল থেকে প্রেসিডেন্ট কার্যালয় শীতল নিবাসে ব্যাপক আলোচনার পর এ সমঝোতা হয়। জেন-জি বিক্ষোভকারীদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। তারা দীর্ঘদিন ধরেই সংসদ ভেঙে দেয়া এবং একটি নির্দলীয় অন্তর্বর্তী প্রশাসন গঠনের দাবি জানিয়ে আসছিলেন। পোখরেল আরও জানান, কার্কি আজ রাত ৯টার দিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। এদিকে,...