একটি গোষ্ঠী নির্বাচনকে বিলম্বিত করে দেশকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। শুক্রবার নগরীর দেওয়ানজী পুকুর পাড়ে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আর্বিভাব উৎসব উপলক্ষ্যে আয়োজিত মহাশোভাযাত্রা ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শাহাদাত হোসেন বলেন, “সামনের জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী নির্বাচনকে বিলম্বিত করে দেশকে অনিশ্চিতার দিকে ঠেলে দিতে চাচ্ছে। জাতীয় নির্বাচনে সনাতনীদের বিএনপির পাশে থাকতে হবে। কারণ বিএনপি ক্ষমতায় গেলে সনাতনীদের সকল অধিকার নিশ্চিত হবে।” সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে সকল ধর্মের মানুষের সমান অংশগ্রহণ জরুরি মন্তব্য করে শাহাদাত হোসেন বলেন, “আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী না। কোনো ধর্মের মানুষকে বাদ দিয়ে বা কাউকে পিছিয়ে রেখে দেশ এগোতে পারবে না। “আমরা গত ১৭ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি।...