কক্সবাজারে ফুটবল খেলা ঘিরে উত্তেজিত দর্শকদের হামলা-ভাঙচুরে স্টেডিয়াম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। শুক্রবার বিকালে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুই দফায় ভাঙচুরের ঘটনা ঘটে বলে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান। এ সময় পুরো স্টেডিয়াম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ভাঙচুর করা হয় ড্রেসিং রুম, প্রেস বক্সসহ পুরো স্টেডিয়াম ভবন, উপড়ে ফেলা হয় মাঠের গোল পোস্টও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাস ও লাঠিপেটা করে। এ সময় কক্সবাজার সদর উপজেলার ইউএনও নিলুফার ইয়াসমিন চৌধুরী, সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ওসি বলেন, জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনাল খেলা রামু ও টেকনাফ উপজেলার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে খেলা শুরুর দেড় ঘণ্টা আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা বলছেন,...