চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর আগে বার্সেলোনার জন্য সুখবর। স্প্যানিশ ক্লাবটির প্রধান কোচ হান্সি ফ্লিক ও তার সহকারী মার্কাস জর্গের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে উয়েফা। ফলে ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন তারা। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের মাঠে বার্সেলোনার ৪-৩ গোলে হারের ম্যাচে রেফারির অনেক সিদ্ধান্ত নিয়ে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ফ্লিক। অসদাচরণের দায়ে প্রতিযোগিতাটিতে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ২০ হাজার ইউরো জরিমানা করা হয় এই জার্মান কোচকে। একই শাস্তি পান তার সহকারী জর্গও। পরে তাদের শাস্তির বিরুদ্ধে আপিল করে বার্সেলোনা। শুক্রবার মুন্দো দেপোর্তিভোসহ স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আপিলে জিতেছে কাতালান ক্লাবটি। পরে উয়েফাও এক বিবৃতিতে নিশ্চিত করে বিষয়টি। যদিও ফ্লিক ও জর্গ দুজনকেই এক বছর ‘পর্যবেক্ষণে’ রাখবে উয়েফা।...