অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু ভোট থেকে সরে দাঁড়িয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে সাংবাদিকদের ডেকে তিনি এই ঘোষণা দেন। ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার বিএনপিপন্থি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন। পাঁচটি প্যানেল ও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের মধ্যে মোট চারজন শিক্ষক নির্বাচনি কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন। এর আগে বৃহস্পতিবার ভোটের দিন নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনি দায়িত্ব থেকে সরে আসার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক। তারা হলেন, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক নাহরিন ইসলাম ও অধ্যাপক শামিমা সুলতানা। ভোট গ্রহণ শুরু হওয়ার পর সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থীরা নানা অসংগতি ও অনিয়মের কথা বলছিলেন। কিন্তু ভোট কারচুপির সরাসরি...