চার দাবিতে ডাকা ‘গণছুটি’ কর্মসূচি স্থগিত করে সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে ফেরার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টার পক্ষ থেকে আন্তরিকভাবে আশ্বস্ত করা হয়েছে। দেশের সামগ্রিক প্রেক্ষাপট ও জনদুর্ভোগ বিবেচনায় বিদ্যমান সংকটের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে সরকার তথা উপদেষ্টার প্রতি আস্থা রেখে পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি স্থগিত ঘোষণা হয়েছে। “পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যোগদানের অনুরোধ করা হলো। আমরা আশা করি সরকারের প্রতি আস্থার প্রতিফলন দেখতে পাব।” আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার লক্ষ্যে আমরা ২০২৪...