জাকসুর ভোট গোণার কাজ এখনও চলছে। শুক্রবার রাতে ফল প্রকাশ করা হতে পারে বলে বলছেন দায়িত্বপ্রাপ্তরা। তবে ফেইসবুকে বেশ কিছু হলের ফলাফল প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত ১৭টি হলের কিছু পদের অনানুষ্ঠানিক ফলাফল জানা গেছে। আর তা ফেইসবুকে প্রকাশিত হওয়ায় অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার টিটো। তিনি বলেন, ভোট গণনা শেষ হওয়ার আগেই ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে ফলাফল প্রকাশ অস্বাভাবিক। এ পর্যন্ত কয়েকটি হলের কিছু পদের অনানুষ্ঠানিক যে ফল জানা গেল: মীর মশাররফ হোসেন হলে সহ-সভাপতি (ভিপি) জুবায়ের শাবাব (স্বতন্ত্র), ১৯১ ভোট, সাধারণ সম্পাদক (জিএস) শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট), এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আরাফাত (১৭৯ ভোট)। শহীদ সালাম-বরকত হলে ভিপি মারুফ (৪৯তম ব্যাচ, রসায়ন বিভাগ) এবং জিএস মাসুদ রানা। হল নম্বর ১০ (সাবেক মুজিব হল)-এ ভিপি...