১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও ওমান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সাইম আয়ুব। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার মুখোমুখি এই দুই দল। এই ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিষেক হলো ওমানের। ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালো হয়নি পাকিস্তানের। দ্বিতীয় বলেই তারা হারায় ওপেনার আয়ুবকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দলটির সংগ্রহ ২.৪ ওভারে ১ উইকেটে ১৭ রান। ওমান:আমির কলিম, যতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, হাসনাইন শাহ, শাহ ফয়সাল, মোহাম্মদ নাদিম, জিকরিয়া ইসলাম, সুফিয়ান মেহমুদ, শাকিল আহমেদ ও সময় শ্রীবাস্তব। পাকিস্তান:সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ...