কম দামে সহজলভ্য হওয়ায় পাঙাশ মাছ অনেকের পছন্দ। কিন্তু প্রশ্ন থেকে যায়— এই মাছ কি সত্যিই স্বাস্থ্যকর? কেউ বলেন এতে চর্বি বেশি, আবার কেউ বলেন এতে পুষ্টিগুণ কম। তাই নিয়ে দ্বিধায় থাকাটা স্বাভাবিক।আরও পড়ুন :সুস্থ থাকতে রাতে ভাত খাবেন, না রুটি? যা বলছেন পুষ্টিবিদআরও পড়ুন :খালি পেটে দুধ চা খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদের সতর্কবার্তাএই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পুষ্টিবিদ মাহিনুর ফেরদৌস, যিনি রাজধানীর হলিক্রস মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত। চলুন জেনে নিই পাঙাশ মাছের পুষ্টিগুণ, উপকারিতা এবং কখন তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।ভাতের সঙ্গে কাঁচামরিচ খাওয়া কি সত্যিই উপকারী? জানালেন পুষ্টিবিদপাঙাশে কী পুষ্টি উপাদান আছে?পাঙাশ মাছে রয়েছে :- উন্নত মানের প্রোটিন- গুরুত্বপূর্ণ অ্যামাইনো এসিড- আনস্যাচুরেটেড ফ্যাট (ভালো চর্বি)- ওমেগা-৩ ফ্যাটি এসিড- ক্যালসিয়াম ও ফসফরাসএগুলো শরীর গঠনে, হাড়ের স্বাস্থ্য রক্ষায় এবং...