জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে হাতে গুনে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন কমিশন অফিসের বাইরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান।তিনি বলেন, গতকাল রাত থেকে আমরা হল সংসদের ভোট গণনার কাজ শুরু করি। পূর্বে অটোমেটিক্যালি ভোট গণনার সিদ্ধান্ত থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হচ্ছে।প্রধান নির্বাচন কমিশনার বলেন, আজ সকালে ভোট গণনার দায়িত্ব পালন করতে এসে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও নির্বাচনের পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর শুনে ভোট গণনার কক্ষে নির্বাচনে দায়িত্বরত পোলিং কর্মকর্তার অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় আমরা সবাই অত্যন্ত ব্যথিত। এ পরিস্থিতিতে কয়েক ঘণ্টা ভোট গণনার কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।জাকসুর ফল প্রকাশে...