দেশে নানা বিষয়ে বিশেষায়িত হাসপাতাল আছে। কিন্তু শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসার জন্য আলাদা করে কোনো হাসপাতাল নেই। এমন একটি হাসপাতাল হলে সারা দেশের প্রতিবন্ধী ব্যক্তিরা নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিতে পারে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি হাসপাতাল এমনকি উপজেলা পরিষদেও প্রতিবন্ধী ব্যক্তিদের ওঠা-নামার জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেই। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশে তারা বাধার সম্মুখীন হন। প্রতিবন্ধী সেবাকেন্দ্রগুলোতে নারী থেরাপিস্ট না থাকায় মহিলারা সেখানে সেবা নিতে যেতে পারেন না। এমনই নানা সমস্যা ও করণীয় বিষয়ে মতামত উঠে এসেছে ময়মনসিংহ বিভাগের প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কৌশলগত আলোচনা সভায়। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি) ও দৈনিক ঢাকা টাইমস আয়োজিত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ময়মনসিংহ নগরের দিগারকান্দা আসপাডা ট্রেনিং একাডেমিতে। আলোচনার শুরুতে প্রকল্পঅ্যাসিস্ট্যান্ট তাসমিয়া জাহান ইকরা দিকনিদের্শনামূলক স্বাগত বক্তব্য দেন। তিনি প্রতিবন্ধী...