সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, বৈচিত্রের বাংলাদেশে সম্প্রতির ইতিহাস অনন্য। দেশের শান্তি সম্প্রতি বজায় রেখে ধর্মে-বর্ণে ভিন্নতা থাকলেও সকল ধর্মের মানুষ একে অন্যকে সম্মান করে যা পৃথিবীতে বিশেষ করে আধ্যাত্মিক নগরী সিলেটে এক অনন্য উদাহারণ সৃষ্টি করেছে। শারদীয় দূর্গাপূজা-১৪৩২ উপলক্ষ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শারদা স্মৃতি ভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ আয়োজনে বার্ষিক প্রতিনিধি সভা-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশের যৌথ সঞ্চালনায় আয়োজিত প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেন, শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে করতে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা...