বিটিভির বার্তা বিভাগের অপ্রতিরোধ্য কর্মকর্তা হিসেবে পরিচিত মুন্সী ফরিদুজ্জামানের যুগের অবসান ঘটলো। আওয়ামী সরকারের দীর্ঘদিনের আস্থাভাজন এ কর্মকর্তা শেষ পর্যন্ত নানা বিতর্কের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা কেন্দ্র থেকে ঠাকুরগাঁও উপকেন্দ্রে বদলি হয়েছেন। ১১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের টেলিভিশন-১ শাখা থেকে উপসচিব মো. ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিনি বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেবেন। অন্যথায় উক্ত তারিখ থেকে তাকে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইংয়ে এবং এর আগে ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকারের সময়ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কাজ করেছেন। দীর্ঘসময় বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংবাদ পরিবেশনে নিরপেক্ষতার চেয়ে রাজনৈতিক আনুগত্য ও প্রভাব বিস্তারের অভিযোগে একাধিকবার সমালোচিত হন।...