চট্টগ্রাম:বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ১৩ নম্বর শেডে একটি কনটেইনারের সিল ভেঙে কাপড় চুরির সময় সিসিটিভিতে দেখে মো. সাইফুল ইসলাম রুবেলকে (৩৪) আটক করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। বন্দরের উপসচিব জানিয়েছেন, সিসিটিভিতে কয়েকজনকে আনস্টাফিংয়ের জন্য অপেক্ষমাণ একটি কনটেইনারের সিল ভেঙে চুরি করতে দেখে বন্দরের নিরাপত্তা বিভাগ একজনকে আটক করেছে। তার কাছে ৭টি কাপড়ের রোল ও চার পিস...