যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থি অ্যাকটিভিস্ট চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছেন, সন্দেহভাজন হত্যাকারী নিজেই আইনশৃঙ্খলাবাহিনীর কাছে ধরা দিয়েছেন। জানা গেছে, আটক ব্যক্তি ২২ বছর বয়সী এক যুবক। তিনি ইউটাহ রাজ্যের বাসিন্দা। বুধবার (১০ সেপ্টেম্বর) ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাস ইভেন্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চার্লি কার্ক। বক্তৃতা দেওয়ার সময় একটি গুলি তার ঘাড়ে লাগে ও তিনি মঞ্চের ওপর পড়ে যান। এ সময় অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও লোকজন ছুটোছুটি শুরু করে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলি লাগার পর কার্কের ঘাড় থেকে রক্ত ঝড়ছে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। চার্লি কার্কের বয়স হয়েছিল ৩১ বছর। তিনি ‘দ্য আমেরিকান কমব্যাক ট্যুর’ নামের রাজনৈতিক সফরের অংশ...