বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক উদ্যোগ হিসেবে এগারো ধাপে ৪৫০ জনের চোখের অপারেশনের পর শুরু হয়েছে ফলোআপ কার্যক্রম। ময়মনসিংহের বিএনএসবি হাসপাতালের চিকিৎসক দল দুর্গাপুরে এসে এ ফলোআপ সেবা প্রদান করেন। এই পর্যায়ে নির্ধারিত হয় অপারেশন কতটুকু সফল হয়েছে এবং কারা পাওয়ারযুক্ত চশমার প্রয়োজন। শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সহযোগিতায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। কায়সার কামাল যুগান্তরকে জানান, ইতিমধ্যে ১ম থেকে ৪র্থ ধাপের রোগীদের ফলোআপ সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এ পর্যন্ত মোট ১২৮ জন রোগীর জন্য পাওয়ারযুক্ত চশমা প্রয়োজন। এর ধারাবাহিকতায় শুক্রবার ১২৮ জন রোগীর মধ্যে ৯৯ জনের হাতে চশমা তুলে দেওয়া হয়েছে। অনুপস্থিত ২৯ জন রোগীর চশমা শিগগিরই টিমের পক্ষ থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে...