যুক্তরাষ্ট্রে ধরা পড়ল চার্লি কার্কের সন্দেভাজন খুনি। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজেই এ খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, দুই দিন ধরে তল্লাশি অভিযান চালানোর পর কাস্টডিতে নেওয়া হয়েছে সন্দেহভাজন ব্যক্তিকে। গত বুধবার যুক্তরাষ্ট্রের ইউটায় এক বিশ্ববিদ্যালয়ে একটি স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল চার্লি কার্ককে। গুলি চালানোর পরে ছাদ থেকে লাফিয়ে পড়ে হত্যাকারী পালিয়েছিলেন। এফবিআই এর প্রকাশিত সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল এমনটাই। কার্ককে হত্যার পর ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন আততায়ী। পরে শুক্রবার ফ্রক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ শো’তে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি মনে করি আমরা তাকে পেয়ে গেছি।” ট্রাম্প আরও জানান, সন্দেহভাজ ওই ব্যক্তিকে জানেন এমন কেউই তাকে ধরিয়ে দিয়েছেন। তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে বলে তিনি একরকম নিশ্চিত। পাঁচ মিনিট আগেই খবরটি...