জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কর্তৃপক্ষ দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফোরদৌস আজ সকালে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। “শোক বার্তায় উপাচার্য বলেন, জান্নাতুল ফোরদৌসের অকাল মৃত্যুতে চারুকলা বিভাগ এবং তার পরিবারের অনেক ক্ষতি হল। তার অনুপস্থিতি অপূরণীয়। অত্যন্ত অমায়িক ব্যবহার ও সৌজন্য আচার-আচরণে তিনি সকলের কাছে প্রিয় ছিলেন।” উপাচার্য জান্নাতুল ফেরদৌসের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি শামীম রেজা বলেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে জাকসু ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করে রাত আনুমানিক ৮টার দিকে বাসায় যান জান্নাতুল ফোরদৌস। “এরপর তিনি...