যৌতুক না পেয়ে পরিকল্পিতভাবে গৃহবধূকে হত্যা করার অভিযোগ ওঠেছে। হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে হারাগাছ পৌরসভার গোল্ডেন মোড়ে নিহতের সহপাঠিসহ সকল শ্রেণী পেশার মানুষ মানববন্ধন করেন। ওই হত্যার ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি মামলা করা হয়েছে। হত্যার সাত দিনেও আসামি গ্রেপ্তার করেনি থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামে। মামলার এজাহার সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানার ঠাকুরদাস গ্রামের আবুল হোসেনের মেয়ে আয়েশা পারভীন সুখীর পারিবারিকভাবে বিয়ে হয়, জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জুয়েল মিয়ার সাথে। গৃহবধূ আয়েশা পারভীন সুখী হারাগাছের ধুমেরপাড় সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থী। বিয়ের পর হতে বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে জুয়েল আয়েশার বাবার নিকট হতে যৌতুকের টাকা নেন। সাম্প্রতিক সময়ে নিহতের স্বামী জুয়েল ও তার পরিবারের...