১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ণবতি গ্রামে বেড়াতে এসে বন্ধুর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার ২৯ ঘণ্টা পর অপহৃত শিশু আইয়ানকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন খান দীপ্ত এর নেতৃত্বে এএসআই মিজান, এএসআই হোসেন খানসহ অন্যান্য ফোর্স অভিযান চালিয়ে নাটোর জেলার লালপুর উপজেলার ধুপইল গ্রাম থেকে অপহৃত শিশু আইয়ান (৩)সহ অপহরণকারী আমিরুল ইসলাম বাপ্পি হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই সাদ্দাম হোসেন খান দীপ্ত। গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম বাপ্পি হোসেন নাটোর জেলার লালপুর উপজেলার ধুপইল গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। অপহৃত শিশু...